উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আপনার কর্তৃক দাখিলকৃত খতিয়ানের সহিমুহুরী নকলের আবেদন পত্রটি গ্রহণ করা হয়েছে। অনাপত্তি স্বাপেক্ষে আগামি ০৭(সাত) দিনের মধ্যে উক্ত খতিয়ানের সহিমুহুরী নকল প্রস্তুতক্রমে সংশ্লিষ্ট ইউ.ডি.সি-তে প্রেরণ করা হবে।
এমতবস্থায়, আগামি ০৭(সাত) দিন পর আপনার নিকটস্থ ইউ.ডি.সি-তে/আপনি যে ইউ.ডি.সি’র মাধ্যমে আবেদন গ্রহণ করেছেন সেখানে যোগাযোগ করে খতিয়ানের সহিমুহুরী নকল গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস